ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা: টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে সেমিতে কলম্বিয়া


কোপা আমেরিকায় পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে উরুগুয়েকে হারিয়ে শেষ সেমিফাইনাল নিশ্চিত করলো কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালেই এবারের মতো কোপা আমেরিকা অভিযান শেষ হলোা সুয়ারেজদের। 

সেমিফাইনালের টিকিট অর্জনের লক্ষ্যে শনিবার (৩ জুলাই) রাতে সম্মুখসমরে নামে উরুগুয়ে ও কলম্বিয়া। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়।

আঠারো বার মুখোমুখি লড়াইয়ে উরুগুয়ে জেতে ১০ বার আর ৫টি ম্যাচ জিতেছে কলম্বিয়া। ৩টি ম্যাচ ড্র হয়েছে।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্নক ছিল কলম্বিয়া। ম্যাচের ৫ মিনিটের মাথায় কর্ণার পায় কলম্বিয়া। যদিও সুযোগ কাজে লাগাতে পারেনি। ১২ মিনিটের মাথায় তেসিলোর হেডার মাঠের বাইরে চলে যায়। ১৯ মিনিটের মাথায় আক্রমণে ওঠার চেষ্টা করেন কলম্বিয়ার তেসিলো। তবে জাপাতা অফসাইডে থাকে। 

৩৫ মিনিটে উরুগুয়ের দিয়েগো গডিন হলুদ কার্ড দেখেন। বারবার আক্রমণে গেলেও প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে উরুগুয়ের আরাসকায়েতার শট প্রতিহত করেন কলম্বিয়া গোলকিপার। ৬৫ মিনিটের মাথায় কলম্বিয়ার মিনার হেডার প্রতিহত করেন উরুগুয়ের গোলকিপার। ৭৩ মিনিটে ফের কলম্বিয়ার জাপাতার হেডার প্রতিহত করেন উরুগুয়ে গোলকিপার।

খেলার ৮১ মিনিটে উরুগুয়ের কাভানির বামপায়ের শট প্রতিহত করেন কলম্বিয়া গোলকিপার। ৮৬ মিনিটের মাথায় কলম্বিয়ার ডায়াজের শট প্রতিহত করেন উরুগুয়ে গোলকিপার। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ গোলশূন্য।

টাইব্রেকারে উরুগুয়ের গিমেনেজ ও ভিনা গোল করতে ব্যর্থ হয়। তাদের শট আটকে দেন কলম্বিয়ার গোলকিপার। ফলে ৪-২ গোলে জয়ী কলম্বিয়া।

এডিবি/