ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা: টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে পেরু


কোপা আমেরিকায় কােয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পেরু। খেলার নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ গোলে সমতায় ছিল। পরে টাইব্রেকারে ৫টি করে শটের পরেও স্কোরলাইন ছিল ৩-৩। ষষ্ঠ শটে পেরু গোল করতে পারলেও ব্যর্থ হয় প্যারাগুয়ে।

খেলা শুরুর ১১ মিনিটে গোমেজের গোলে ১-০ এগিয়ে যায় প্যারাগুয়ে। ডান পায়ের অনবদ্য শটে গোল করেন গোমেজ।

ঠিক ১০ মিনিট পর গোল করেন পেরুর লাপাদুলা। কারিল্লোর পাস থেকে গোল করেন লাপাদুলা। ম্যাচে ১-১ সমতা আসে।

৪০ মিনিটের মাথায় ইয়োতুনের পাস থেকে ম্যাচে দ্বিতীয় গোল করেন লাপাদুলা। পেরু বিরতির আগেই এগিয়ে যায় ২-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কারদোজোর পরিবর্তে রবার্ট রোজাসকে মাঠে নামায় প্যারাগুয়ে। ৪৫ মিনিটের মাথায় গোল করেন প্যারাগুয়ের অলোনসো। ম্যাচে ২-২ সমতা ফেরায় অলোনসো।

৮০ মিনিটের মাথায় কারিল্লোর পাস থেকে গোল করেন য়োশিমার ইয়োতুন। ৩-২ গোলে এগিয়ে যায় পেরু।

পরিবর্ত হিসেবে মাঠে নামা গ্যাব্রিয়েল ৯০ মিনিটে গোল করে প্যারাগুয়েকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধের খেলা শেষ। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ৩-৩ গোলের সমতায় থাকায় ম্যাচের ফলাফল নির্ধারিত হবে টাইব্রেকারে। পেনাল্টি শটে ৫টি শটের পরেও সমতা ৩-৩ গোলে। ষষ্ঠ শটে পেরু গোল করে, তবে গোল করতে ব্যর্থ হয় প্যারাগুয়ে।

এডিবি/