ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা: প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা


কোপা আমেরিকায় প্যারাগুয়েকে ১–০ ব্যবধানে হারিয়ে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করলো আর্জেন্টিনা। ৩ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ৭। যদিও প্রথম ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই পরিস্কার হয়ে গিয়েছিল। প্যারাগুয়েকে হারাতে পারলেই প্রথম দুইয়ে থাকাটা নিশ্চিত। লক্ষ্য সফলও হয়েছে।

ম্যাচের শুরু থেকেই মাঠে প্রাধান্য বিস্তার করে আর্জেন্টিনা। খেলার ৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল। কিন্তু আগুয়েরো গোলকিপারকে একা পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন। এর একমিনিট পরই এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসি প্যারাগুয়ের অর্ধে বাঁকিকে বল পাস করেন আগুয়েরোকে। আগুয়েরোর পাস থেকে দলকে এগিয়ে দেন আলেজান্দ্রো গোমেজ।

খেলার ১৫ মিনিটে বক্সের ঠিক বাইরে আগুয়েরোকে ফাউল করেন গোমেজ। ফ্রিকিক পায় আর্জেন্টিনা। মেসির ফ্রিকিক অল্পের জন্য বাইরে চলে যায়। প্রথমার্ধের ইনজুরি সময়ে আর্জেন্টিনার একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে খেলায় আধিপত্য বিস্তার করে প্যারাগুয়ে। আর্জেন্টিনার তুলনায় আক্রমণ ছিল বেশি। মিগুয়েল আলমিরনের নেতৃত্বে বাঁদিক দিয়ে বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিল। আর্জেন্টিনার রক্ষণভাবে নিকোলাস টাগলিয়াফো, জার্মান পেজেলারা আক্রমণ মোকাবেলা করেছে দক্ষতার সঙ্গে। দ্বিতীয়ার্ধে আগুয়েরোর পরিবর্তে অ্যাঞ্জেল করেয়া, দি মারিয়ার জায়গায় জোয়াকিন করেয়াকে নামিয়েও গোল সংখ্যা বাড়াতে পারেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।

এদিন দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার দিক দিয়ে মাইলস্টোনে পৌঁছলেন মেসি। স্পর্শ করলেন মাসচেরানোকে।

এডিবি/