ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা: মেসির জোড়া গোলে বলিভিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা


কোপা আমেরিকায় মেসি ম্যাজিকে বলিভিয়াকে ৪–১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

বলিভিয়ার বিপক্ষে বরাবরই আগ্রাসী আর্জেন্টিনা। এদিন ছয় মিনিটেই নিজের জাদু দেখান ফুটবলের এই জাদুকর। মেসির পাসে প্রথম গোল করেন আলেসান্দ্রো গোমেজ।

খেলার ৩৩ মিনিটে ডি-বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় আর্জেন্টিনাকে। গোমেজকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন বলিভিয়ার হুসতিনিয়ানো। কিক থেকে গোল করেন লিওনেল মেসি। তারপর ৪২ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন মেসি। ৩-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

পরে খেলার ৬০ মিনিটে বলিভিয়ানরা একটি গোল করে। হুসতিনিয়ানোর পাস থেকে ফ্রাঙ্কো আরমানিকে পরাস্ত করতে ভুল করেননি এরউইন সাভেদ্রা। 

এর তিন মিনিট পরই লওতারো মার্টিনেজ করেন আরও এক গোল। ফলে আবারও ব্যবধান ৩ করে ফেলে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বলিভিয়ার। তবে আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে যাওয়ার। ব্রাজিলের মতো চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে প্রথম পর্ব শেষ করেছে আর্জেন্টিনা।

এডিবি/