ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা: যেভাবে দেখবেন ফাইনাল


কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির লড়াইকে বলা হয় সুপার ক্লাসিকো।

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সাক্ষী হতে চলেছে রিও ডি জেনেরিওর মারকানা স্টেডিয়াম। এই ম্যাচে জয়ী দল কোপার ৪৭তম ট্রফিতে চুমু দিবে।

হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, টেন ২ ও টেন ৩। অনলাইনে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপের সনি সিক্স চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।

জমজমাট প্রতিযোগিতা হবে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের মধ্যেও। দীর্ঘদিন দুইজন কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন বার্সেলোনার জার্সিতে। ব্রাজিল লড়বে শিরোপা ধরে রাখার জন্য। আর ১৯৯৩ সালের পর লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারের মিশনে নামবে আর্জেন্টিনা।

এ পর্যন্ত ১১১ ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ব্রাজিল-আর্জেন্টিনা। মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার থেকে এগিয়ে ব্রাজিল। এ পর্যন্ত ৪৬ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিলিয়ানরা। আর্জেন্টাইনদের জয় ৪০টিতে। বাকি ২৫ ম্যাচ ড্র হয়েছে।

শেষ ২০১৯ সালের ১৫ নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দু'দল, যেখানে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করেছিল আর্জেন্টাইনরা। তবে শেষ পাঁচ দেখায় তিনবার সেলসাওরা ও দুবার অ্যালবিসেলেস্তে জয় পায়।

কোপা আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ শিরোপা জিতেছে ১৯৯৩ সালে। এরপর শিরোপা খরা। ২৮ বছরের শিরোপাহীন দলটির বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপার শিরোপা জিতেছে ৯ বার।

গত ২৮ বছরর ফাইনাল বলতেই যেন আর্জন্টিনার হার। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল জার্মানদের বিপক্ষে ১-০ গোলের হার। ২০১৫ ও ২০১৬ সালে কোপার দুই আসরের ফাইনাল গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে চিলির বিপক্ষে হেরে যাওয়া। অপরদিকে গত আসরে ব্রাজিল ৩-১ গোলে পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

১৪ বছর পর আবারও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কে জিতবে এবার? ব্রাজিলের মাটিতে এর আগে পাঁচবার কোপার আসর বসেছিল। যার প্রত্যেকবার শিরোপা জিতেছিল তারা। ইতিহাস বলে, নকআউট সিস্টেমে আর্জেন্টিনা হারাতে পারে না ব্রাজিলকে। আর ব্রাজিলে কোপা হয়েছে অথচ তারা চ্যাম্পিয়ন হয়নি এমন ঘটনা কখনোই ঘটেনি।

এমআইআর/এডিবি/