ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা হবে ব্রাজিলে


ব্রাজিলে লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা আয়োজন করবে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে প্রথমে কলম্বিয়া ও পরে আর্জেন্টিনার নাম বাদ পড়ায় নতুন আয়োজক হিসেবে ব্রাজিলকে বেছে নিয়েছে কনমেবল।

এক বিবৃতিতে সোমবার কনমেবল জানায়, “কোপা আমেরিকা ২০২১ হবে ব্রাজিলে। শুরু এবং শেষের তারিখ নিশ্চিত হয়েছে। পরবর্তীতে আয়োজক শহর এবং ম্যাচগুলোর বিস্তারিত জানিয়ে নেওয়া হবে।”

আর্জেন্টিনাকে আয়োজক থেকে বাদ দেওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ব্রাজিলকে আয়োজক হিসেবে ঘোষণা করলো কনমেবল। এর আগে পাঁচবার এ প্রতিযোগিতার আয়োজন করেছে ব্রাজিল এবং প্রতিবারই শিরোপা জিতেছে তারা।

তবে ব্রাজিলের ভেন্যু স্টেডিয়ামের নাম এখনো উল্লেখ করেনি কনমেবল। ২০১৯ সালে টুর্নামেন্টের গত আসরও হয়েছিল নেইমারদের দেশে।

এর আগে সোমবার (৩১ মে) আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ট্যুইটারে কনমেবল জানান, আর্জেন্টিনায় হচ্ছে না এবারের কোপা। মূলত করোনাভাইরাসের কারণে দেশটিতে বর্তমানে চলছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কনমেবল।

করোনা মহামারির কারণে এমনিতেই এক বছর পিছিয়ে গেছে টুর্নামেন্টটি। লাতিন আমেরিকা ফুটবলের বৃহত্তম এ ফুটবল আসর শুরু হচ্ছে চলতি বছরের ১৩ জুন। ফাইনাল দিয়ে ২৭ দিনের এ প্রতিযোগিতা শেষ হবে ১০ জুলাই।

আগামী ১৩ জুন থেকে আর্জেন্টিনা ও কলোম্বিয়ায় এ মহাদেশীয় আসর শুরু হওয়ার কথা ছিল। পরে ২০ মে কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও সংঘর্ষ চলায় সে দেশে কোপা আমেরিকার ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছিল কনমেবল।

ওয়াই এ/এডিবি/