ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা: পেরুকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল


কোপা আমেরিকায় ভেনেজুয়েলার পর দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল।

ম্যাচের আগেই ব্রাজিল দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার আভাস দিয়েছিলেন কোচ তিতে। অনুশীলনে মার্কুইনসের বদলে অভিজ্ঞ থিয়াগো সিলভা এবং গ্র্যাবিয়েল বারবোসার অনুশীলনের মধ্যে দিয়েই দলে তাদের দলে ফেরানোর ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই অনুযায়ী ভেনেজুয়েলা ম্যাচ থেকে দলে ছয়টি পরিবর্তন আনেন তিতে। গোলে অ্যালিসনের বদলে এডারসন, মাঝমাঠে কাসেমিরোর জায়গায় ফ্যাবিনহো এবং গত ম্যাচে গোলের পুরস্কার হিসাবে বারবোসা ম্যাচ শুরু করেন।

ম্যাচের ১২ মিনিটের মাথায় এভারটনের ক্রস পেরুর ডিফেন্সের ভুলে চলে আসে গ্র্যাবিয়েল জেসুসের পায়ে। জেসুস বল পাস দেন অ্যালেক্স সান্দ্রোকে। তিনি এই পাসকে গোলে রূপান্তরিত করতে ভুল করেননি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

প্রথমার্ধের পরেই এভারটন সোয়ারেসের বদলে এভারটন রিবেইরো এবং বারবোসাকে তুলে নিয়ে রিচার্লসনকে মাঠে নামান তিতে।  পেরুর ওপর চাপ বজায় রাখে ব্রাজিল। ৬৩ মিনিটের মাথায় নেইমার পেনাল্টি আদায় করে নিলেও ভিএআর তা বাতিল করে।

তবে পেনাল্টি না পেলেও বিধ্বংসী ফর্মে থাকা নেইমারকে গোল করা থেকে আটকানো যায়নি। ৬৮ মিনিটে দুরন্ত গোল করে অবশেষে ব্রাজিলের লিড দ্বিগুন করেন ১০ নম্বর জার্সিধারী এই তারকা।

নেইমারের সঙ্গে মাঝমাঠে এক-দুই খেলে ৮৯ মিনিটে দুর্দান্ত দৌড়ে এভারটন রিবেইরো ব্যবধান ৩-০ করেন। ম্যাচের শেষ সময়ে রিচার্লসন গোল করে ম্যাচের ব্যবধান ৪-০ করেন।

ব্রাজিলের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে।

এডিবি/