ন্যাভিগেশন মেনু

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন রাজ্জাক-নাফীস


বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক রাজ ও ওপেনার ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করতে যাচ্ছেন।

এ বিষয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করবেন রাজ্জাক এবং নাফীস।’

দেশের হয়ে আব্দুর রাজ্জাক ১৩ টেস্টে ২৮ উইকেট, ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেট এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৪ উইকেট শিকার করেছেন।

অন্যদিকে, দেশের হয়ে অন্যতম সফল ওপেনার শাহরিয়ার নাফীস ২৪ টেস্টে এক সেঞ্চুরি, ৭ হাফ সেঞ্চুরিসহ ১ হাজার ২৬৭ রান করেছেন। ৭৫ ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ সেঞ্চুরির সুবাদে ২ হাজার ২০১ রান করেছেন তিনি।

প্রসঙ্গত, খেলোয়াড়ি জীবন থেকে আনুষ্ঠানিক অবসর নেওয়ার আগেই জাতীয় দলের নির্বাচক হয়ে গেছেন আব্দুর রাজ্জাক। অন্যদিকে শাহরিয়ার নাফীসকে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির মতো গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষস্থানীয় পদে নিযুক্ত করা হচ্ছে।

এমআইআর/এডিবি