ন্যাভিগেশন মেনু

ক্রিকেট বিষয়ে পিএইচডি করছেন মুশফিক


বাংলাদেশের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবার পিএইচডি করছেন। জানা গেছে, তাঁর পিএইচডির বিষয় হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট।

মুশফিকুর রহিম নামটি শুনলেই ক্রিকেট ভক্তদের মাঝে একটি নির্ভরতা কাজ করে। তিনি জাতীয় দলের নির্ভরতার প্রতীক। গায়ে সেঁটে আছে মিস্টার ডিপেন্ডেবলের তকমা। বাংলাদেশ দলকে একধীক বার খাদের কিনারা থেকে তুলেছেন তিনি অনেক ম্যাচে।

মূলত ক্রিকেট তারকাদের পড়াশোনা তেমন আর হয়না। কারণ তাদের ধ্যানজ্ঞানই হয় ক্রিকেট। আর তাছাড়া সময় বের করাটা তাদের জন্য দুরূহ কঠিনই বটে। তবে সবার ক্ষেত্রে একই তাও কিন্তু নয়, এদের মাঝে দু-একজন ব্যতিক্রমও থাকে।

ক্রিকেটবিশ্বে হাতেগোনা অল্পকজন রয়েছে যারা কিনা ২২ গজেও দুর্দান্ত, পড়াশোনাতেও তুখোড়। ঠিক তেমনই একজন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যিনি কিনা ক্রিকেটে সুনাম তো কুড়িয়েছেনই, তিনি পড়াশোনাতেও তুখোড়।

আরো পড়ুন : 

বিশ্বকাপের সেরা একাদশে ঠাঁই পেলেন ২ ভারতীয়

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেছেন মুশফিকুর রহিম। এ দুটিতেই প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এর আগে জিপিএ-৫ পেয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

এবার ২৯ বছর বয়সী ক্রিকেটার করছেন পিএইচডি। ডক্টরেট ডিগ্রি অর্জনের পথে হাঁটছেন তিনি। টাইগারদের সর্বোচ্চ শিক্ষিত এ ক্রিকেটারের পিএইচডির বিষয় দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট। বেশ কয়েকদিন হল সময় বের করে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তিনি। শোনা গিয়েছে শ্রীলংকা সফরের আগেই পরীক্ষা। তাই খেলাধুলার পাশাপাশি এমফিলের পড়াশোনায়ও মনযোগ তার।

 এমআইআর

বিস্তারিত জানতে ভিজিট করুন :ajkerbangladeshpost.com