ন্যাভিগেশন মেনু

গানের তালে তালে ট্রাম্পের নাচ, ভিডিও ভাইরাল


করোনা থেকে সেরে উঠে পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে জোর কদমে প্রচার চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক নির্বাচনীসভায় নিজের মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। তা নিয়ে অনেক বিতর্কও হয়। এবার সামনে এলো নির্বাচনী জনসভার মঞ্চে ট্রাম্পের নাচের ভিডিও।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ব্যাপকহারে ট্রাম্পের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্যান্ডফোর্ডে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তৃতা মঞ্চ থেকেই ভক্তদের উৎসাহিত করতে ট্রাম্প গানের তালে নেচে উঠলেন। ট্রাম্পের এই নাচের ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়।


মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্রায়ান ক্লাউডাস নামে এক ট্রাম্প সমর্থক তাঁর টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন। মাত্র ১৪ সেকেন্ডের ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছে যে একটি আনভেরিফায়েড অ্যাকাউন্টেই দেখা হয়েছে এক কোটি ৪০ লাখেরও বেশি বার। প্রচুর মানুষ ট্রাম্পের সেই নাচ দেখে মুগ্ধ হলেও অনেকে আবার তাঁর সমালোচনাও করেছেন।

ট্রাম্পের এই নাচের ভিডিও ভালো চোখে নেননি অনেকেই। সমালোচকদের মতে নিজেকে সম্পূর্ণ ফিট দেখাতে ডোনাল্ড ট্রাম্প এই কাজ করেছেন। আবার অনেকে বলেছেন, ট্রাম্পের এই সভায় সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না। সমর্থকরা কোন রকম সামাজিক দূরত্ব মান্য করেননি। এমনকি যে দেশে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছিল, সেখানে এই ভিডিওতে কাউকেই মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়নি। এমনকি ট্রাম্প নিজেও মাস্ক ছাড়াই ছিলেন।

ওআ/