ন্যাভিগেশন মেনু

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় ৮ বন্দির মৃত্যু, আহত ৫২


শ্রীলঙ্কার একটি উচ্চ নিরাপত্তা কারাগারে বন্দীদের মধ্যে সৃষ্ট দাঙ্গায় কমপক্ষে আট জন মারা গেছেন এবং ৫৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ নভেম্বর) করোনাভাইরাস সংক্রমণের জের ধরে বন্দীদের মধ্যে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

শ্রীলঙ্কার মাহারা কারাগারে সংঘটিত বন্দীদের এই সংঘর্ষ থামাতে গেলে কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র আজিথ রোহানা জানিয়েছেন, মাহারা কারাগারের কারারক্ষীরা বিশৃঙ্খল পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগ করেছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গা থামাতে কারারক্ষীরা গুলি চালিয়েছে। বন্দিরা রবিবার রাতে কারাগারের রান্নাঘরে আগুন দেওয়ার পরে রক্ষীদের সাথে লড়াই শুরু হয়। এ সময় বন্দীরা দুটি ওয়ার্ডারকে জিম্মি করে রাখে বলে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানিয়েছে।

বিবিসি সিংহলিকে পুলিশের উপ-পরিদর্শক আজিথ রোহানা জানান, আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ২০০ পুলিশ কমান্ডোসহ ছয় শতাধিক কর্মকর্তাকে কারাগারের চারদিকে মোতায়েন করা হয়েছে।

সিবি/এডিবি