ন্যাভিগেশন মেনু

গ্রিসে ৬ মাত্রার ভূমিকম্প


ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে গ্রিসের ক্রিট দ্বীপ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৫।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এই ভূমিকম্প হয় বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-র বরাতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

এর উৎপত্তিস্থল ছিল ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে গ্রিসে আঘাত হানে এ ভূমিকম্প।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) অবশ্য প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৫ বলেছিল। তবে কিছুক্ষণ পরেই তা সংশোধন করে ছয়ে নামিয়ে আনে। সংস্থাটি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের পর ওই এলাকায় বেশ কয়েকটি আফটার শক (ভূমিকম্প পরবর্তী প্রতিক্রিয়া) অনূভূত হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৬।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, সোমবারের এই ভূমিকম্পটি ছিল খুবই শক্তিশালী। এসময় আতঙ্কে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

দ্বীপটির মচোস থেকে এক ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট’কে জানান, ‘ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। এসময় আতঙ্কে অনেক মানুষ চিৎকার শুরু করেন।’

ওআ/