ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম টেস্টের শেষদিনে সেঞ্চুরির পথে মেয়ার্স


চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির পথে কাইল মেয়ার্স। অভিষেক টেস্টেই চাপের মাঝেও শতক থেকে মাত্র ৯ রান দূরে রয়েছেন তিনি।

১১ চার এক ছক্কায় ৯১ রানের দুরন্ত এক ইনিংস খেলেন ক্রিজের এক প্রান্ত আগলে রেখেছেন তিনি।

৪৩ রান নিয়ে মেয়ার্সকে সঙ্গ দিচ্ছেন এনক্রুমাহ বোনার। দলকে খাদের কিনারা থেকে জয়ের স্বপ্নও দেখাচ্ছেন এই দুই অভিষিক্ত ক্রিকেটার।

২৮০ বলে ১৩৮ রানের জুটি গড়েছেন কাইল মেয়ার্স ও  এনক্রুমা বোনার। জয়ের জন্য তাদের আরও দরকার ১৯৮ রান। আর বাংলাদেশের দরকার ৭ উইকেট।

৩ উইকেটে ১৯৭ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে ক্যারিবীয়রা।

মেয়ার্স-বোনের ব্যাটিং দৃঢ়তা দেখানোয় পঞ্চম দিনের প্রথম সেশনে ক্যারিবীয়দের কোনো উইকেট নিতে পারেনি টাইগাররা।


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিং: ৪৩০ ও ২২৩/৮ডিক্লে, (মমিনুল ১১৫, লিটন ৬৯, ওয়ারিক্যান ৩/৫৭, কর্নওয়াল ৩/৮১)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনি: ২৫৯/১০ ও ১৯৭/৩ (৭১ ওভারে, মেয়ার্স ৯১*, মোজলে ৪৩*, মিরাজ ৩/৮২)।

ওয়াই এ/এডিবি