ন্যাভিগেশন মেনু

চমক দেখালেন চলচ্চিত্র তারকারাও


শুধু সিনেমাতেই নয়- নির্বাচনী লড়াইয়েও সক্ষমতার পরিচয় দিলেন ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র তারকারাও।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পর বৃহস্পতিবার ভোট গণনায় অন্যদের টক্কর মেরে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তিন তারকা প্রার্থী দেব ওরফে দীপিক অধিকারি, মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান৷

বৃহস্পতিবার ভোটের ফল ঘোষণায় ভারতে  স্থগিত থাকা একটি আসন বাদে ৫৪২ আসনের মধ্যে ৩৪০ আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ।

সারাদেশে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেস। প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত৷ অন্যদিকে যাদবপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। পিছিয়ে রয়েছেন বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

কিছুক্ষণের জন্য ভোট গণনায় ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের থেকে পিছিয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারি। তবে এই মুহূর্তের খবর অনুযায়ী, দেব ফের এগিয়ে গেছেন ভারতী ঘোষকে পিছনে ফেলে৷

১১ এপ্রিল শুরু হয়ে ১৯ মে শেষ হয় ভারতে লোকসভার নির্বাচনের ভোট। ৮৩ কোটির বেশি ভোটারের জন্য ৫৪২টি আসনের নয় লাখ কেন্দ্রে মোট সাত পর্বে চলে এই ভোটগ্রহণ। কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হয় ২৭২টি আসন।

এসএস