ন্যাভিগেশন মেনু

চাকরি হারালেন পিএসজি কোচ টাচেল


চলতি মৌসুম পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। আড়াই বছর দায়িত্ব পালন করেছেন। কিন্তু কপাল মন্দ ফুটবল গুরু টমাস টাচেলের। তার আগেই চাকরি হারালেন এ জার্মান কোচ। চুক্তি শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

ঘরের মাঠে স্ট্রাসবুর্গের বিপক্ষে ৪-০ গোলে পিএসজির জয়ের কয়েক ঘণ্টা পরই খারাপ খবরটি পেলেন টাচেল।

কিছুদিন আগে দেয়া এক সাক্ষাৎকারে টমাস একটু মজা করেই বলেছিলেন, নেইমার ও এমবাপ্পের কারণে নিজেকে আর কোচ মনে হয় না। বরং একজন রাজনীতিবিদ মনে হয়।

তার এমন কথাবার্তা সহ্য হয়নি পিএসজির। জার্মানি ও ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, গতকালই টমাস টুখেলকে ছাঁটাই করার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

লিগ ওয়ানে গতকালই পিএসজির ম্যাচ ছিল। চোটের কারণে নেইমার না থাকলেও দলটির বড় জয় পেতে সমস্যা হয়নি। নিজেদের মাঠে স্ত্রাসবুর্গকে ৪-০ গোলে হারিয়েছেন এমবাপ্পে-ডি মারিয়ারা। সংবাদমাধ্যম জানিয়েছে, এমন জয়েও পিএসজির হর্তাকর্তাদের মন গলেনি। ম্যাচের পরই টুখেলকে ছাঁটাইয়ের কথা জানিয়ে দেয়া হয়।

আপাতত টুখেলের আইনজীবীদের সঙ্গে আলোচনা করছে ক্লাব। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ছাঁটাই করায় তার ক্ষতিপূরণের অঙ্কটা ঠিক করতে বসছে দুই পক্ষ। এসব নির্ধারণ হলেই আনুষ্ঠানিকভাবে সবাইকে এ খবর জানিয়ে দেয়া হবে।

এদিকে স্পোর্টস ওয়ানকে দেয়া যে সাক্ষাৎকার ঘিরে এত কাহিনী, সেখানে টুখেল নাকি বলেছিলেন, নেইমার ও এমবাপ্পের মতো খেলোয়াড়কে সামলানো অনেক কঠিন। এমন দুজনকে খুশি রাখাও কঠিন। নিজেকে ইদানীং কোচের চেয়ে ক্রীড়া রাজনীতিবিদ বা ক্রীড়ামন্ত্রী মনে হয়। এছাড়া গত মৌসুমে নাকি কোচিংয়ের মজাও হারিয়ে ফেলেছিলেন তিনি।

ম্যাচ শেষে অবশ্য টুখেল দাবি করেছেন তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বলিনি যে খেলার চেয়ে এখানে রাজনীতি বেশি মনে হয় বা আমি কোচিংয়ের মজা হারিয়েছি। ওরা সম্ভবত ভুল অনুবাদ করেছে। ভিডিও সাক্ষাৎকারটা আবার দেখুন। আমি বলেছি পিএসজি অনন্য। আমার জন্য এটা বেশ বড় চ্যালেঞ্জ। সব সময়ই তাই ছিল। আমি এ চ্যালেঞ্জ পছন্দ করি এবং এখানে কোনো কিছুই বদলায়নি।’

ওআ/