ন্যাভিগেশন মেনু

চাটমোহরে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


পাবনার চাটমোহরে “সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ” এ স্লোগানে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাটচাষীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুন) ও শনিবার (২৬ জুন) চাটমোহর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালার শেষদিনে বক্তব্য রাখেন, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক হাজ্জাজুর রহমান, পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ, পাবনা জেলা পাটচাষী সমিতির সভাপতি সুনীল কুমার চন্দ্র, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বাচ্চু মিয়া প্রমুখ।

সনাতন পদ্ধতিতে পাটচাষ বাদ দিয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং পাটচাষ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় চাটমোহরের বিভিন্ন ইউনিয়নের ১০০ জন পাটচাষী অংশ নেন।

আইকেআর/এসএ/এডিবি/