ন্যাভিগেশন মেনু

চামড়া সংগ্রহে সংকট নেই লবণের


কোরবানির দিন চার লাখের বেশি পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করার লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন চট্টগ্রামের আড়তদাররা।  দেশে প্রচুর লবণ উৎপাদন হওয়ায় চামড়া সংরক্ষণে লবণের সংকট হবে না।

বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, এবার মিলগুলোর গুদামে প্রচুর লবণ মজুদ আছে। তাই চামড়া সংরক্ষণে লবণের সংকট হবে না। আড়তদারদের জরুরি প্রয়োজনে যদি লবণ সরবরাহ দিতে হয় তবে লবণ মিলগুলো কোরবানির দিনও খোলা রাখতে পারবো আমরা। তবে চাহিদার বিষয়টি আগেভাগে জানাতে হবে।

নগরের মাঝিরঘাটের মিল গেটে বস্তা ছাড়া কোরবানির পশুর চামড়ার উপযোগী লবণ ৭৪ কেজি ৫৩০-৫৫০ টাকা বিক্রি হচ্ছে। খালি বস্তা মানভেদে ১০-১৫ টাকায় কিনতে হয় ক্রেতাকে।

গত বছর কোরবানির মৌসুমে লবণের দাম ছিলো বস্তা ৬০০ টাকা। আয়োডিনযুক্ত খাবার লবণ ৭৪ কেজি ৬৩০-৬৪০ টাকা। ১ কেজির ২৫ প্যাকেট মানভেদে ২২০-২৫০ টাকা বিক্রি হচ্ছে লবণ মিলে।

এছাড়াও এবার চামড়া সংরক্ষণে প্রস্তুত চট্টগ্রাম সিটি করপোরেশনও। বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় চামড়ার বাজার আতুরার ডিপোকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সিবি/ এডিবি