ন্যাভিগেশন মেনু

চেন্নাই টেস্ট জিততে ভারতের প্রয়োজন ৩৮১ রান


ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৪১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী ইংল্যান্ড।

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে অধিনায়ক জো রুটের ডাবল সেঞ্চুরির উপর ভর করে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ইংলিশদের প্রথম ইনিংসে ৫৭৮ রানের সামনে ভারত গুটিয়ে যায় মাত্র ৩৩৭ রানে। ২৪১ রানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ১৭৮ রানে ইংল্যান্ড অল-আউট হলেও প্রথম ইনিংসের সুবাদে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৯ রানে।

৪২০ রানের লক্ষ্য চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ওপেনার রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট খুইয়েছে ভারত। বর্তমানে ভারতের সংগ্রহ ৩৯ রান ১ উইকেটের বিনিময়ে। তাই চেন্নাই টেস্টের শেষ দিনে ভারতের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। পঞ্চম দিনে জিততে হলে ভারতকে ওভার প্রতি করতে হবে ৪.২৩ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

এমআইআর/ওআ