ন্যাভিগেশন মেনু

চোট পেয়ে হাসপাতালে সাকিব


কুঁচকিতে চোট পাওয়ায় তৃতীয় দিনের সকালে সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কুঁচকিতে চোট পাওয়ায় দিন শেষের ঘণ্টা খানেক আগেই মাঠ ছাড়ে সাকিব।

সাকিবের চোটের বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘সাকিবের একটু ব্যথা আছে। তার আজই একটা স্ক্যান করা জরুরি হয়ে পড়েছিলো। কিন্তু শুক্রবার সব বন্ধ থাকায় এ নিয়ে জটিলতা দেখা দেয়। পরে স্থানীয় এক হাসপাতালে সাকিবকে স্ক্যান করাতে নেওয়া হয়েছে। তিনি আবার মাঠে নামবেন কি-না, সেটি নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। তবে অবস্থা যা, তাতে আজ তিনি মাঠে নামছেন না। কিন্তু দলের প্রয়োজনে আগামীকাল ব্যাটিং করতে নামতে পারেন।’

এরআগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকির চোটে পড়েন সাকিব। পরে স্ক্যান করে আশার খবর পাওয়ায় টেস্ট খেলার সিদ্ধান্ত হয় তার। দ্বিতীয় দফা একই জায়গায় চোট পাওয়ায় ফের তৈরি হলো শঙ্কা। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না নির্বাচকরা।

এমআইআর/এডিবি