ন্যাভিগেশন মেনু

জরিপে মোদি ঝড়, সেনসেক্স বাড়ল ৯৬২ পয়েন্ট


এনডিএ তথা মোদিই সরকার ফের ক্ষমতায় ফিরছে বলে প্রায় প্রতিটি এক্সিট পোল এমনটাই দেখিয়েছে। তারপরেই একলাফে সেনসেক্স বাড়ল ৯৫০ পয়েন্ট।

মোদির সরকারের ক্ষমতায় ফেরার খবরে প্রভাব পড়ল শেয়ার বাজারেও। রবিবার এক্সিট পোল প্রকাশিত হওয়ার পরেই আশা বুক বেঁধে ছিলেন শেয়ার বাজারে লগ্নিকারীরা। সোমবার সকালে বাজার খুলতেই সেই আশাপূরণ হল তাঁদের। শুধু তাই নয়, এর ফলে ডলারের তুলনায় বেড়েছে টাকার দামও।

সোমবার বাজার খুলতেই বিএসই সেনসেক্স ৯৬২ পয়েন্ট বেড়ে হল ৩৮,৮৯২। আর নিফটি ২৮৬ পয়েন্ট বেড়ে হল ১১,৬৯৪। এর ফলে এসবিআই, এল অ্যান্ড টি, আইসিআইসিআই ব্যাংক, এম অ্যান্ড এম, ইন্ডাসল্যান্ড ব্যাংক এবং আরআইএল-এর মতো কোম্পানির শেয়ারের মূল্য তিন থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারের এই উত্থানে ব্যাংকিং ও অটো সেক্টর উজ্জীবিত হলেও তথ্যপ্রযুক্তি সেক্টর এখন কিছুটা ডাউন রয়েছে। নিফটির অটো ও ব্যাংকিং সেক্টরে বৃদ্ধি পেয়েছে আড়াই শতাংশ।

সোমবার সকাল সাড়ে নটায় বাজার খুলতেই সেনসেক্স বেড়ে দাঁড়ায় ৬৭২.২৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি গিয়ে দাঁড়ায় ২০৩.০৫ পয়েন্টে। বেড়ে যায় ইন্ডিয়াবুলস, লারসেন অ্যান্ড টুবরো, এসবিআই, আইসিআইসিআই ও মারুতি সুজুকির মতো কোম্পানিগুলির শেয়ারের দাম।

ভারতে ছ’সপ্তাহ ধরে ভোটগ্রহণ চলার পর রবিবার এক্সিট পোল প্রকাশ হতেই সাড়া পড়ে যায় দেশের শেয়ার বাজারে। এর ফলে দু’সপ্তাহ পর ডলারের তুলনায় কিছুটা বাড়ল টাকার দাম। বর্তমানে এক ডলারের মূল্য দাঁড়িয়েছে ৬৯.৩৬ টাকা। শুক্রবার যা ছিল ৭০.২৩ টাকা। শেয়ার বিশেষজ্ঞদের দাবি, বাজারে যোগান বাড়লে আরও বৃদ্ধি পাবে টাকার দাম।

এপ্রসঙ্গে মোতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস-এর সিএমডি মোতিলাল ওসওয়াল বলেন, “যা আশা করেছিলাম তার থেকেও এক্সিট পোলের রেজাল্ট ভাল হয়েছে। তাই বাজার আরও ভাল হবে বলে আমি আশাবাদী।”

অ্যাঞ্জেল ব্রোকিং-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফান্ড ম্যানেজার ময়ূরেশ যোশী বলেন, “যদি এনডিএ-এর আসন সংখ্যা ৩০০ পেরিয়ে যায় তাহলে ২৩ মে-এর পরে বাজারের আরও উত্থান হবে।”

এসএস