ন্যাভিগেশন মেনু

জলদস্যু মুক্ত এমভি আব্দুল্লাহর জাহাজটি দুবাই পৌছাবে ২২ এপ্রিল


সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর এমভি আব্দুল্লাহ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের দিকে যাচ্ছে। বুধবার জাহাজটি সোমালিয়ান দস্যুদের আওতাধীন এলাকা থেকে এডেন উপসাগরে পৌঁছবে। এরপর ২২ এপ্রিল দুবাই পৌঁছাবে জাহাজটি। জাহাজে থাকা ২৩ নাবিকের মধ্যে ২১ জন নাবিক সেখান থেকে ওই জাহাজে করেই বাংলাদেশে ফিরবেন। বাকি দুজন বিমানে করে বাংলাদেশে আসবেন।

জাহাজের সব নাবিক সুস্থ আছেন এবং জাহাজের সব যন্ত্রপাতি সচল রয়েছে। জাহাজটি পরিচালনা করতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। এর আগে জাহাজের প্রধান প্রকৌশলী সাইদুজ্জামান গতকাল মঙ্গলবার এক ভিডিওবার্তায় জানিয়েছেন।

তিনি জানান, জাহাজটি ২০ এপ্রিল রাত ১০টায় আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা। এরপর ২২ এপ্রিল জাহাজটি আরব আমিরাতে ভিড়বে। কারণ জাহাজটির গতি অনেক কম। জাহাজটি আরব আমিরাতে পৌঁছার পর দুজন বিমানযোগে বাংলাদেশে আসবেন। বাকি ২১ জন জাহাজ নিয়ে বাংলাদেশে আসবেন।
তজাহাজে থাকা ৫৫ হাজার মেট্রিক টন কয়লা আরব আমিরাতে খালাস করা হবে। সেখানে নতুন পণ্য তুলে জাহাজ বাংলাদেশে রওয়ানা হবে।  

গত ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার পর জাহাজটি দুবাই অভিমুখী চালানোর পর আরও ১০০ নটিক্যাল মাইল অতিক্রম করলে দস্যুদের আওতাধীন এলাকা অতিক্রম করবে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুুল ইসলাম। তিনি বলেন, জাহাজটি আগামী ২২ এপ্রিল দুবাই পৌঁছাবে। এখন জাহাজ দুই দিন চালানোর পর দূরত্ব অনুযায়ী কবে পৌঁছবে তা নির্ধারণ করা গেছে।
এর আগে গত ১৩ এপ্রিল রাত ৩টায় সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পায় এমভি আবদুল্লাহসহ ২৩ নাবিক। এজন্য দস্যুদের ৫০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ হিসেবে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনটি ওয়াটারপ্রুফ লাগেজে উড়োজাহাজের মাধ্যমে ডলার পানিতে ফেলা হয়েছিল। এরপর জাহাজটি থেকে চলে যায় ৬৫ জলদস্যু।

উল্রেখ্য, গত ১২ মার্চ দুপুর দেড়টার দিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর জরদস্যুদের কবলে পড়ে৷ জাহাজটি মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল।  
গত ২০১০ সালে একই মালিক গ্রুপের এমভি জাহান মনিকে সোমালিয়ান জলদস্যুরা। সেসময় মুক্তিপণ দিয়ে জাহাজ ও নাবিকদের উদ্ধার করা হয়েছিল।