ন্যাভিগেশন মেনু

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও


জাপানের প্রধান ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের নির্বাচনে দলের নীতি গবেষণা পরিষদের সাবেক চেয়ারপার্সন ৬৪ বছর বয়সি কিশিদা ফুমিও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর ফলে পেশাদার এই রাজনীতিবিদ সুগা ইয়োশিহিদের পর জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানায়, দেশটির নিয়ন্ত্রক সংস্কারমন্ত্রী কোওনো তারো এবং কিশিদার মধ্যে প্রতিযোগিতা দ্বিতীয় দফায় গড়ায়। দলের এই দুই প্রবীণ সদস্য প্রথম দফায় ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করে নিতে ব্যর্থ হয়েছিলেন। পরে দ্বিতীয় দফার ভোটগ্রহণে ২৫৭ ভোট পেয়ে কিশিদা ১৭০ ভোট পাওয়া প্রতিদ্বন্দ্বী কোওনো’কে পরাজিত করেন।

আগামী সোমবার (৪ অক্টোবর) জাপানের সংসদ সদস্যরা দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। এলডিপি এবং কোয়ালিশন সরকারে দলের ছোট অংশীদার কোমেইতো’র সংসদের উভয় কক্ষে নিয়ন্ত্রণ বজায় থাকায় কিশিদার বিজয় প্রায় নিশ্চিত হয়ে আছে।

আগামী ৪ অক্টোবর পার্লামেন্ট নির্বাচনে জাপানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি দেশের সাধারণ নির্বাচনে তার দলের নেতৃত্ব দেবেন। আগামী নভেম্বরের মধ্যে অবশ্যই এ নির্বাচন করতে হবে।

মাত্র এক বছর প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের পর ইয়োশিহিত সুগা পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

এডিবি/