ন্যাভিগেশন মেনু

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ


জিম্বাবুয়ের হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

মঙ্গলবার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে  হারিয়েছে  টাইগাররা।

টসে হেরে বাংলাদেশের অধিনায়ক জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। আগে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ২৯৮ রানের  বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। তবে তামিমের ১১২ রানের রানের সুবাদে দুই ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ৩০৩ রান  তোলে বাংলাদেশ। 

নিজের ৯৭ বলের ইনিংসে আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাকান তামিম।

জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবলীল ব্যাটিং করে দলীয় অর্ধশত তুলে নেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

দুই ওপেনার তামিম ও লিটন ৮৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। এ সময়ে তামিম তুলে নেন ফিফটি। তবে লিটন ৩২ রানের বেশি করতে পারেননি। মাধভেরের বল সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন।

সাকিব আল হাসানকে ফিরিয়ে আনন্দে মাতে জিম্বাবুয়ে। পেসার লুক জংওয়ের অফস্টাম্পের বাইরের লেন্থ বল কাট করতে গিয়েছিলেন সাকিব। টাইমিং মেলাতে পারেননি। বল যায় চাকাবার হাতে। তামিমের সঙ্গে ৬৮ বলে ৫৯ রানের জুটি গড়ে সাকিব ফিরলেন সাজঘরে। জুটিতে তার অবদান ৩০ রান।

দ্বিতীয় বিরতির পর জোড়া সাফল্য পায় জিম্বাবুয়ে। তামিম ও মাহমুদউল্লাহ ফিরলেন টিরিপানোর এক ওভারে। 

তামিম আউট হবার পরের বলেই সাজঘরের পথ ধরেন মাহমুদউল্লাহ। ডানহাতি ব্যাটসম্যান টিরিপানোর ভেতরে ঢোকানো বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলতে নেমে গোল্ডেন ডাককে সঙ্গী করেন মাহমুদউল্লাহ। 

মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহানের জুটিতে পরপর দুই বলে তামিম ও মাহমুদউল্লাহকে হারানার ধাক্কা ভালোই সামাল দিয়েছে বাংলাদেশ।

শুরু থেকে একটুও স্বস্তিতে খেলতে পারছিলেন না মোহাম্মদ মিঠুন। তবু লড়াই করে টিকে ছিলেন। কিন্তু হুট করেই আত্মঘাতী শট খেলে বসলেন। লং অফে ক্যাচ নেন চাতারা। ৫৭ বলে ৩০ রান করে শেষ হলো মিঠুনের অস্বস্তিময় ইনিংস। সোহানের নতুন সঙ্গী আফিফ হোসেন।

নুরুল হাসান সোহান ও আফিফ হোসেনের জুটি অনায়াসেই লক্ষ্যে পৌঁছে গেলো বাংলাদেশ।

৫ উইকেটে জয়ে ওয়ানডে সিরিজ ৩-০ তে জিতে নিল বাংলাদেশ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে প্রত্যাশিত ৩০ পয়েন্টও বাংলাদেশের ঝুলিতে।

এডিবি/