ন্যাভিগেশন মেনু

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের রেকর্ড জয় টাইগারদের


স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়াডেতে ১৫৫ রানের রেকর্ড জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৮ ওভার ৫ বলে অলআউট হয় স্বাগতিকরা।

ওয়ানডেতে রানের হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় বাংলাদেশের। আগেরটি ছিল ১৪৫ রানের। ২০১৫ সালে ঢাকায় এসেছিল সেই জয়।

বাংলাদেশের হয়ে ৩০ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। তাসকিন আহমেদ, মোহাম্মাদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম ১টি করে উইকেট শিকার করেছেন।

এরআগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলতেই সাজঘরে ফিরেন তামিম। সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমে সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলীয় ৩২ রানে ব্যাক্তিগত ১৯ রান করে আউট হন। সুবিধা করতে পারেননি মোহাম্মাদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত ও।

তবে ব্যাটিং ব্যর্থতার দিনে লিটন দাসের সেঞ্চুরির ওপর ভর করে এই সংগ্রহ পায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন লিটন। এটি লিটনের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি ও জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয়।

এছাড়া আফিফ করেন ৩৫ বলে ৪৫ রান। মাহমুদউল্লাহ'র ব্যাট থেকে আসে ৩৩ রান। এছাড়া শেষদিকে মেহেদি মিরাজ করেন ২৬ রান।

স্বাগতিকদের হয়ে লুক জাঙ্গো নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া মুজারাবানি, এনগারাভা নিয়েছেন ২টি করে উইকেট।

এমআইআর/এডিবি