ন্যাভিগেশন মেনু

জীবননগরে লকডাউন অমান্য করায় ২৬ জনের জেল-জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বুধবার সকাল থেকে শুরু হওয়া ৭ দিনের লকডাউনে বিধিনিষেধ না মানায় ২৬ জনের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৩ জুন) সন্ধ্যায় এবং বৃহস্পতিবার (২৪ জুন) সকালে ভ্রাম্যমান আদালত জীবননগরে অভিযান চালিয়ে এসব জেল-জরিমানা করা হয়।

অভিযানে ২৬ টি মামলায় ১৭ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছে ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জেল জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম মুনিম লিংকন আজকের বাংলাদেশ পোস্টকে জানান, লকডাউনের প্রথম দিন বুধবার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে উপজেলায় বাড়তি নজরদারি শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, জীবননগর পৌর শহরের তরফদার নিউ মার্কেটে অবস্থিত রাফা গার্মেন্টস খোলা থাকায় মালিক উজ্জল হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একই অপরাধে রাজনগর বাজারে তোতা মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে

 সর্বাত্মক লকডাউন কার্যকর করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

এসকে/সিবি/ওআ