ন্যাভিগেশন মেনু

জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ২


চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২২ জুন) বেলা ১১টার দিকে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় তাদের আটক করা হয়। আটকরা হলেন - নড়াইল জেলার কালিয়া থানার বেন্দারচর গ্রামের মৃত জালার খাঁ'র ছেলে নুরু খাঁ (৫০) ও তার স্ত্রী চায়না মোল্লা (৪০)।

এ নিয়ে গত দুইদিনের ব্যবধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মোট ১৮ জনকে আটক করলো বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির সদস্যরা মঙ্গলবার সকাল ৯টার সময় জীবননগর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে করিমপুর বাজার থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকরা বাংলাদেশ হতে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাচ্ছিল। তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এসকে/সিবি/এডিবি/