ন্যাভিগেশন মেনু

জীবননগর হাসপাতালে অত্যাধুনিক হাই-ফ্লো অক্সিজেন প্লান্টের উদ্বোধন


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও অ্যাজমা রোগীসহ মুমূর্ষু রোগীদের সেবা দিতে অত্যাধুনিক হাই-ফ্লো অক্সিজেন প্লান্ট, বেড ও কেবিন স্থাপন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) এ প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। 

করোনা ভাইরাসের এই দুর্যোগে জীবননগরবাসীর সেবা দিতে এলাকার কৃতি সন্তান বিএ্যান্ডটি গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান তরফদার টিপুর উদ্যোগে ১০ লাখ টাকা ব্যয়ে হাই-ফ্লো অক্সিজেন প্লান্ট, বেড এবং কেবিন স্থাপন করা হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. জুলিয়েট পারউইন জানান, হাসপাতালে ৮টি বেড ও ৪টি ভিআইপি কেবিনসহ অত্যাধুনিক হাই-ফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে। বিএ্যান্ডটি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জি. মোখলেছুর রহমান টিপু তরফদার তার প্রতিষ্ঠানের পক্ষ হতে এটি স্থাপন করে দেন। এটি স্থাপনের ফলে এলাকার মানুষ করোনাকালীনসহ সারা বছর জরুরী সেবা পাবে বলে জানান তিনি। 

এসকে/এডিবি