ন্যাভিগেশন মেনু

জ্বালানি আমদানির বিষয়ে সিরিয়া-লেবানন একমত


সিরিয়ার অঞ্চলের মধ্যে দিয়ে মিশরের গ্যাস ও জর্ডনের বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে সহযোগিতা করার কথা জানিয়েছে দেশটির সরকার।

এই প্রকল্প নিয়ে লেবাননের সরকারের শীর্ষ কর্মকর্তরা দামেস্কে তাদের সিরীয় প্রতিপক্ষের সঙ্গে প্রায় ১০ বছর পরে বৈঠকে মিলিত হন বলে এক প্রতিবেদনে রবিবার (৫ সেপ্টেম্বর) জানায় ভয়েস অব আমেরিকা।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সিরিয়া ও লেবাননের কর্মকর্তারা আলোচনায় বসেন।

সিরিয়-লেবানিজ কোঅপারেশন কমিশনের প্রধান, নাসরি খৌরি আলোচনা শেষে সাংবাদিকদের জানান, যে দুটি দেশই গ্যাস ও জ্বালানির সরবরাহ শুরু করতে আগ্রহী এবং দুটি দেশ এখন প্রকল্পের কারিগরি খুঁটিনাটি পরীক্ষা করে দেখবে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির হাস্যজ্জল পররাষ্ট্রমন্ত্রীকে, প্রেসিডেন্ট বাসার আল আসাদের উপস্থিতিতে লেবাননের উপ-প্রধানমন্ত্রী যেইনা আকারকে স্বাগত জানাতে দেখা যায়।

দামেস্কের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, সিরিয়ার মধ্যদিয়ে লেবাননকে সহায়তার প্রয়াস একটি বাধাস্বরূপ।

সিবি/এডিবি/