ন্যাভিগেশন মেনু

টাইগারদের স্পিনঘূর্ণিতে কুপোকাত ক্যারিবীয়রা


বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ২৫৯ রানেই অলআউট ক্যারিবীয়রা। জার্মেইন ব্ল্যাকউড এবং জশুয়া ডা সিলভার ব্যাটে ভর করে ধীরে ধীরে লক্ষ্যে এগোতে থাকলেও স্পিনারদের দাপটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি কেউই।

ম্যাচের দ্বিতীয় দিনে ২ উইকেটে ৭৫ রান তুলে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের তৃতীয় দিনে শীতের মিষ্টি সকালেই সফরকারীদের শিবিরে তেঁতো মিশিয়ে দেন তাইজুল ইসলাম। তার স্পিনের ঘূর্ণিতে দিনের প্রথম বলেই ফিরে যান এনক্রুমাহ বোনার।

এরপর ক্যারিবীয়ন শিবিরে ফেন হামলা স্পিনার নাঈম হাসানের। বাংলাদেশের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়ানো ব্রাথওয়েটকে ৭৬ রানে ফিরিয়েছেন এই স্পিনার। আরেক স্পিনার মেহেদী মিরাজও পেয়েছেন সাফল্যের দেখা। তিনি ফিরিয়েছেন কাইল মায়ার্সকে।

ব্ল্যাকউড ও ডা সিলভার ব্যাটিং দৃঢ়তায় ফলোঅনের শঙ্কা কাটিয়ে উঠলেও। টাইগারদের স্পিন ঘুরনিতে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি উইন্ডিজ ব্যাটসম্যানরা। ২৫৯ রানে থেমে যায় তাদের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেহেদি। মুস্তাফিজ, নাইম ও তাইজুল নিয়েছে ২টি করে উইকেট।

চট্টগ্রাম টেস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৩৩ রান তুলেছে বাংলাদেশ।

এমআইআর/এডিবি