ন্যাভিগেশন মেনু

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ


হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এর মধ্যদিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের শততম ম্যাচটি জয় দিয়ে উদযাপন করলো বাংলাদেশ দল।

১৫৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ব্যাট হাতে শুরুটা দারুণ করে দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। তাদের ওপেনিং জুটিতে ১৩ ওভারে শতরানের জুটি উপহার দিয়েই সাজঘরে ফেরেন সৌম্য। সৌম্য রানআউট হয়েছেন ৫০ রান করে।

মাঠে নামেন মাহমুদউল্লাহ। ১৭তম ওভারে তৃতীয় বলে রান নিতে গিয়ে আউট হন মাহমুদউল্লাহ। তিনি১২ বলে  করেন ১৫ রান। 

১৯তম ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করলো বাংলাদেশ। জয়ের জন্য শেষ দুই ওভারে দরকার ছিল ১১ রান। ১৯তম ওভারেই ১৪ রান তুলে নিয়ে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় এনে দিলেন নাঈম–নুরুল জুটি। ৫১ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন নাঈম। অন্য প্রান্তে ৮ বলে ১৬ রানে অপরাজিত নুরুল।

বৃহস্পতিবার (২২ জুলাই) টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করেছে স্বাগতিকরা।

পেসার মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারেই দলীয় ১০ রানে তুলে নেন মারুমানির (৭) উইকেট। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৬৪ রান যোগ করেন মাদিভেরি ও রেগিস চাকাভা।

এরপর মাদিভেরিকে (২৩) ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। এরপর ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা চাকাভাকে তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। চাকাভা ২২ বলে ৪৩ রান করেন।

ওভারের প্রথম বলে চাকাভাকে রান আউট করেন নুরুল। পঞ্চম বলে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ফিরে যান রানের খাতা খোলার আগেই।

বল হাতে উইকেট পেয়েছেন সৌম্য সরকার। তিনি মুসাকান্দার (৬) উইকেট তুলে নেন। পরের উইকেটটি তুলে নেন শরিফুল। ২২ বলে ৩৫ করা মায়ার্সের স্টাম্প উপড়ে ফেলেন তিনি। শেষ দিকে লুক জঙ্গউইয়ের (১৮) ব্যাটে ভর করে ১৫২ রানের পুঁজি  পায় স্বাগতিকরা।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৩টি, সাইফউদ্দিন ও শরিফুল ২টি করে এবং সাকিব ও সৌম্য ১টি করে উইকেট লাভ করেন।

এডিবি/