ন্যাভিগেশন মেনু

টি-টোয়েন্টিতেও টাইগারদের দাপুটে জয়


দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৮ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ১৫২ রানে থামে সফরকারীরা। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।
আজ শুক্রবার  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ২০১ রানের বড় রান তাড়া করতে নামে জিম্বাবুয়ে।

কিন্তু দশের বেশি রিকুয়ারড রেট মাথায় নিয়ে যেভাবে ব্যাট করতে হয়, জিম্বাবুয়ে তার তুলনায় একেবারেই ফিকে ছিল (১৫২/১০,১৯ ওভার)। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ে রানের সঙ্গে পাল্লা দিয়ে পারেনি। নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে তারা।

 ১০ ওভার দুই বলের মাথায় তামিমের ৪১ (৩৩) রানে বিদায়ে জুটি ভাঙে ৯২ রানে। লিটন দাস খেলেন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস। যা তার ক্যারিয়ারে তৃতীয় অর্ধশতক।

এরপর সৌম্য সরকার ঝড় তোলেন ব্যাট হাতে। শেষ পর্যন্ত অপরাজির থেকে ৩২ বলে করেন ৬২ রান। এছাড়া মুশফিকুর রহিমের ১৭ আর মাহমুদউল্লাহ রিয়াদের ১৪ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৩ উইকেটে বরাবর ২০০ রান।

জবাবে ব্যাট করতে নেমে মোস্তাফিজ-আমিনুলদের বোলিং তোপে কুল পায়নি সফরকারী ব্যাটাররা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই শফিউল ইসলামের বলে ক্যাচ দিয়ে ব্রেন্ডন টেলর ফেরেন মাত্র ১ রান করে। এরপর ক্রেগ আরভিনকে ৮ রানে ফেরান মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন ওপেনার তিনাশে কামুনহুকামাওয়ে। এছাড়া সমান ২০ রান করে নেন শন উইলিয়ামস, রিচমন্ড মুতুম্বামি ও ডোনাল্ড তিরিপানো।

শেষদিকে কার্ল মুম্বার ১৬ বলে ২৫ রানের ইনিংস শুধু রানের ব্যবধানটাই কমিয়েছে। ১৯ ওভারে ১৫২ রানে রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ৪৮ রানের জয় নিয়ে টি-টোয়েন্টি সিরিজেও টাইগাররা এগিয়ে গেল ১-০ তে।

বাংলাদেশের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন মোস্তাফিজ ও আমিনুল। এছাড়া ১টি করে উইকেট নেন শফিউল ইসলাম, সাইফউদ্দিন ও আফিফ হোসেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী ১১ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

ওআ