ন্যাভিগেশন মেনু

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও ফিরলেন সাকিব


নিষেধাজ্ঞা শেষ হতেই একর পর এক খবরের শিরোনাম হচ্ছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান।

গত ৪ নভেম্বর হালনাগাদ করা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‍্যাংকিংয়ে ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার সাম্রাজ্যের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব।

এবার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও ফিরলেন টাইগার অলরাউন্ডার। আইসিসির সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে সাকিবের নাম জ্বলজ্বল করছে। এক বছর পর র‍্যাংকিংয়ে ফিরলেও তার রেটিং পয়েন্ট ২৬৪। র‍্যাংকিংয়ে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

সাকিব শুধু বর্তমান টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েই নয়, সর্বকালের অলরাউন্ডার র‍্যাংকিংয়েও নিজের পুরনো জায়গা ফিরে পেয়েছেন। এই তালিকায় সাকিবের অবস্থান তৃতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৪০৮। দ্বিতীয় স্থানে থাকা সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির (৪১২) সঙ্গে তার রেটিং পয়েন্টের ব্যবধান সামান্যই। ৫৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।

অপরদিকে বুধবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেইনার তুষার কান্তি হাওলাদার জানান, ‘দলের সবার থেকে বেশি স্কোর নিয়ে ফিটনেস টেস্টে ১৩ দশমিক ৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সাকিব।’

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ক্রিকেটে ফেরার খবরে যখন দারুণ উচ্ছ্বসিত সাকিব ভক্তরা, ঠিক তখনই আইসিসির র‍্যাংকিং প্রকাশ যেনো ভক্তদের আনন্দের মাত্রা দ্বিগুণ করে দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে। চলতি বছর ২৯ অক্টোবর নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্ত হন এই টাইগার অলরাউন্ডার।

এমআইআর/এডিবি