ন্যাভিগেশন মেনু

টোকিও অলিম্পিক: অ্যাথলেটদের জন্য এবার ‘সঙ্গম বিরুদ্ধ’ খাট


করোনা মহামারির মধ্যেই জাপানের টোকিওতে আর কদিন বাদেই শুরু হচ্ছে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর অলিম্পিক। ইতোমধ্যে টোকিওর গেমস ভিলেজে আসতে শুরু করেছে অ্যাথলেট এবং কর্মকর্তারা। তাই গেমস ভিলেজে করোনাকালে অ্যাথলেটরা নিজেদের মধ্যে সঙ্গমে লিপ্ত হলে করোনার ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। সেই জায়গাকে আটকাতে এবার গেমস ভিলেজে অ্যাথলেটদের ঘরে রাখা হয়েছে ‘সঙ্গম বিরুদ্ধ’ বিছানা বা ‘অ্যান্টি সেক্স’ খাট।

করোনা বিধিনিষেধ মেনে এই আসর সফল করতে বদ্ধপরিকর জাপান সরকার। সমস্ত রকম ব্যবস্থাপনা সেভাবেই করা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আর ও বেশি সতর্কতা অবলম্বন করেছে আয়োজক কমিটি। তাই করোনার ছড়ানোর আশঙ্কা থেকে এবার গেমস ভিলেজে অ্যাথলেটদের ঘরে এই খাট দেওয়া হয়েছে।

করোনার প্রকোপ থেকে অ্যাথলিটদের সুরক্ষিত রাখতে এবার দর্শক ছাড়াই গেমস আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই মাস্টার প্ল্যানের অন্যতম অঙ্গ এই 'অ্যান্টি সেক্স' খাট।

যা জানা গেছে, তা হলো অ্যাথলেটদের দূরত্ববিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই এক বিশেষ ধরনের কার্ডবোর্ড দিয়ে তৈরি হয়েছে এই খাট, যা মাত্র একজনের দৈহিক ওজন বহন করতে সক্ষম। অর্থাৎ এই খাটে দুই অ্যাথলেট সঙ্গমে লিপ্ত হওয়ার চেষ্টা করলে দু'জনের দৈহিক ওজন বহনের ক্ষমতাহীন এই খাট ভেঙে পড়বে।

তবে ভেঙে পড়লেও এই খাটগুলো রিসাইকেল করা সম্ভব। সেক্ষেত্রে গেমস ভিলেজে কোন অ্যাথলিট নিয়ম মানছেন; আর কে মানছেন না, তা জানা অনেকটাই সহজ হবে।

উল্লেখ্য, তাই এবারের গেমস শুরুর আগে অ্যাথলেটদের কন্ডোম দেওয়া হলেও তা ভিলেজে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তা সুভিনিয়র হিসেবে অ্যাথলেটদের বাড়ি নিয়ে যেতে বলা হয়েছে।

এডিবি/