ন্যাভিগেশন মেনু

টোকিও অলিম্পিক: গেমস ভিলেজে করোনা পজিটিভ ২ অ্যাথলেট


টোকিও অলিম্পিকের বাকি আর মাত্র চারদিন। এর আগেই গেমস ভিলেজে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন দুই অ্যাথলেট।

রবিবার (১৮ জুলাই) অফিসিয়ালি উদ্যোক্তারা এই বিষয়টি জানালেও তাদের নাম বা পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। তবে তারা বলছেন এই দুই অ্যাথলেট একই দেশের।

অলিম্পিক ভিলেজ প্রায় ১১ হাজার অ্যাথলেট রয়েছেন। যারা গেমসের জন্য জাপান ভ্রমণ করেছেন। ইতোমধ্যে জাপানে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের অ্যাথলেটরা।

এর আগে শনিবার আয়োজকদের পক্ষ থেকে অ্যাথলেটদের ভিলেজে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়েছিল। তিনি অবশ্য অ্যাথলেট ছিলেন না।

গেমসের সঙ্গে সম্পৃক্ত আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে আছেন গণমাধ্যমের দুজন, ঠিকাদার সাতজন এবং গেমসের পাঁচজন কর্মী।

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক শুরু হবে আগামী ২৩ জুলাই আর শেষ হবে ৮ আগস্ট। প্রায় দর্শকবিহীন ভাবেই গড়াবে এবারের আসর।

এখন পর্যন্ত গেমসের সঙ্গে সম্পৃক্ত ৪০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে রয়েছেন জাপানিজ ও বিদেশি নাগরিকরাও।

সাম্প্রতিক সময়ে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে আয়োজক শহর টোকিওতে। শহরটিতে টানা চারদিন ধরে এক হাজারের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এডিবি/