ন্যাভিগেশন মেনু

টোকিও অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের আর্চার দিয়া সিদ্দিকী


রোমান সানার পর টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন আর্চার দিয়া সিদ্দিকী। দুই বছর আগেই মিশ্র দ্বৈতে তার সঙ্গী রোমান সানা প্রথম কোনো বাংলাদেশি হিসেবে নিজ যোগ্যতায় অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছেন। এবার রোমানের সঙ্গী হচ্ছেন দিয়া। ওয়াইল্ড কার্ড নিয়ে টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন বাংলাদেশের এই নারী আর্চার।

সোমবার (২১ জুন) এক বিজ্ঞপ্তিতে আর্চারি ফেডারেশন এ তথ্য জানান।

এর আগে ইতিহাস গড়ে ১ম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিক নিশ্চিত করেন আর্চার রোমান সানা।

ফ্রান্সে চলমান ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ স্টেজ থ্রি খেলে অলিম্পিক নিশ্চিত করেন দিয়া সিদ্দিকী।

তিনি ছাড়াও বাংলাদেশের শ্যুটার আবদুল্লাহ হেল বাকি, স্প্রিন্টার ইসমাইল ওয়াইল্ড কার্ডে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত।

ওআ/