ন্যাভিগেশন মেনু

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কক্সবাজারে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং


ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কক্সবাজার জেলাস্থ ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং সভা করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

শনিবার কক্সবাজার হতে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা য়কক্সবাজার জেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পৌছলে উক্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পাথরের আঘাতে একজন যাত্রী আহত হন।

সংবাদটি পেয়ে রেলওয়ে পুলিশ সুপার নির্দেশে তাৎক্ষনিক কক্সবাজার রেলওয়ে স্টেশনে ডিউটিরত চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই আবু জাফর খান ও ঈদগাঁও থানার বিট অফিসার এএসআই এহসান ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক ৪ জনকে (অপ্রাপ্ত বয়স্ক) আটক করে।

যাচাই-বাছাই করে তাদেরকে অভিভাবকের নিকট জিম্মায় প্রদান করা হয় । অনেক সময় দেখা যায় অপ্রাপ্ত বয়স্করা মজার ছলে ট্রেনের দিকে পাথর নিক্ষেপ করে যার ফলে ট্রেনের গ্লাস ভাঙাসহ হতাহতের ঘটনা ঘটে থাকে।

পরে এসআই আবু জাফর খানের সভাপতিত্বে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেললাইনের যন্ত্রাংশ (নাট, বল্টু, স্লিপার ইত্যাদি) চুরি বন্ধে/ট্রেনে নাশকতা প্রতিরোধে ,চলন্ত অবস্থায় ট্রেনে না উঠা এবং রেললাইন পারাপারে সতর্ক হওয়ার বিষয়ে জনসচেতনতামুলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিট অফিসার, ইসলামাবাদ থানার এএসআই এহসান ও দিদারুল ইসলাম স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন, দোকানদার, এবং রেললাইনের পাশে বসবাসরত জনসাধারণগন।

এতে ট্রেন ভ্রমণে অজ্ঞান ও মলম পার্টি থেকে সতর্ক হওয়া, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও ছাদে ভ্রমণ, মাদকদ্রব্য বহন, রেললাইনের যন্ত্রাংশ (নাট, বল্টু, স্লিপার ইত্যাদি) চুরি বন্ধ, রেলওয়ে পারাপার, টিকিট কালোবাজারি বন্ধ ও ট্রেন ভ্রমণে সতর্কতা, ট্রেনে ও রেললাইনে নাশকতা প্রতিরোধে, চলন্ত অবস্থায় ট্রেনে না উঠা এবং রেললাইন পারাপারে সতর্ক হওয়ার বিষয়ে জনসচেতনতায় করা হয়।

সভাশেষে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে উক্ত এলাকায় মাইকিং করা হয়।