ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংকট


ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীদের তিল ধারণের ঠাই নেই। শয্যা সংকটে গাছতলায় চিকিৎসা নিচ্ছেন অনেকে।

ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত ৩ থেকে ৪ গুন রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছে। শয্যা সংকটের ফলে চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীর স্বজনরা। উপায়ন্তর না পেয়ে অনেকে বারান্দা, মেঝে ও ওয়ার্ডের বাইরে গাছতলায় শয্যা পেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের  শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে ৪৫টি ।এখানে আসন সংখ্যার বিপরীতে কয়েক’শ শিশু রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছে। শয্যার অভাবে একটি বেডে কমপক্ষে ৩ থেকে ৪ জন শিশুকে নিয়ে থাকতে হচ্ছে অভিভাবকদের। অতিরিক্ত ভীড়ের কারণে তিল ধারণের ঠাই নেই শিশু ওয়ার্ডে।

এদিকে গত ২৪ ঘন্টায় এ ওয়ার্ডে বিভিন্ন রোগে ১৬২ জন শিশু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ৯৬ ও ডায়রিয়ায় ১১ জন।

অভিভাবকের অভিযোগ, একটি বেডে ৩-৪ জন করে শিশুকে রাখা হচ্ছে। রোগী ও তাদের স্বজনদের ভীড়ে  কাঙ্খিখত সেবা মিলছে না।

এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের মাঝে জ্বর, সর্দি, কাশি বেড়ে যাওয়ায় অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে হাসপাতালে ছুটে আসছেন। অতিরিক্ত রোগীর চাপে গরমে অনেকে থাকতে না পেরে সন্তানের চিকিৎসার সার্থে গাছতলায় বাইরে আশ্রয় নিচ্ছেন।

বিআইবি/সিবি/এডিবি/