ন্যাভিগেশন মেনু

ড্রোন হামলার পর জ্বালানির বাজার চড়া


তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যমে সিএনএন জানিয়েছে তেলের দাম ১০% বেড়েছে। সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলার প্রভাবে তেলের দামের এমন পরিস্থিতি ঘটেছে।

সৌদির পূর্বাঞ্চলে রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উৎপাদন প্রতিষ্ঠান সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় শনিবার(১৪ সেপ্টেম্বর) ড্রোন হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত ওই স্থাপনাগুলোতে এ হামলা হয়।ফলে সৌদি তেল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ সৌদি আরব। প্রতিদিন দেশটি ৭০ লাখের বেশি ব্যারেল তেল রফতানি করে থাকে। ড্রোন হামলার ফলে তেল উৎপাদন অনেক কমে গেছে বলে নিশ্চিত করা হয়েছে।  

সিবি / এস এস