ন্যাভিগেশন মেনু

তামিমকে ছাড়িয়ে গেলেন মুমিনুল


বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিনে তামিম ইকবালকে ছাড়িয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বনে গেলেন টাইগারের টেস্ট দলপতি মুমিনুল ইসলাম। তার টেস্ট সেঞ্চুরি ১০টি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪র্থ দিনের শুরুতে মুশফিকুর রহিম সাজঘরে ফিরলেও সে ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুমিনুল হক ও লিটন দাস। দলীয় সংগ্রহে মাত্র ২৬ রান যোগ করতেই কর্নওয়ালের এলবিডাব্লিয়ের শিকার হন মুশফিকুর রহিম।

এরপর লিটন দাসকে নিয়েই দলের হাল ধরেন মুমিনুল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯২ রান। ১৭৪ বলে ৯ বাউন্ডারিতে ১০০ রানে অপরাজিত আছেন মুমিনুল। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন লিটনও। ৬৪ রান নিয়ে ব্যাটিং করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এর আগে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ২৫৯ রানেই অলআউট হয় ক্যারিবীয়রা। ১৭১ রানের লিড সামনে রেখে স্কোরবোর্ডে ১ রান তুলে দুই ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ।

তামিম ৪ বল খেলে এলবিডাব্লিউ ও শান্ত দুই বল খেলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। দুটি উইকেটই তুলে নিয়েছেন ক্যারিবীয় বোলার রাহকিম কর্ণওয়াল। ৪২ বলে ৫ রান তুলে সাজঘরে ফিরেন সাদমান ইসলাম। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৩ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এমআইআর/এডিবি