ন্যাভিগেশন মেনু

তালেবানের উপর নিষেধাজ্ঞার পক্ষে কানাডার প্রধানমন্ত্রী


আফগানিস্তান নিয়ন্ত্রনকারী ইসলামি গোষ্ঠী তালেবানকে 'সন্ত্রাসী সত্তা' উল্লেখ করে তাদের উপর নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভয়েস অব আমেরিকা বার্তাসংস্থা এএফপি'র বরাত দিয়ে জানায়, ট্রুডো সাংবাদিকদের বলেন, 'কানাডা ইতোমধ্যেই এবং বহুদিন ধরেই মনে করে যে তালেবান সন্ত্রাসী এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তাই তারা সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। সুতরাং হ্যাঁ আমরা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারি।'

এ নিয়ে জি সেভেন সদস্য দেশগুলোর নেতারা মঙ্গলবার আফগানিস্তান নিয়ে অনলাইনে বৈঠক করবেন।

ট্রুডো বলেন, তারা আর কি করতে পারেন তা নিয়ে জি সেভেন-এর নেতাদের সঙ্গে তিনি অচিরেই আলাপ-আলোচনার অপেক্ষায় আছেন।

জি সেভেন-এর বর্তমান সভাপতি ব্রিটেন বলছে, বিদ্যমান নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি তালেবানের আচরণের উপর নির্ভর করবে।

সিবি/এডিবি/