ন্যাভিগেশন মেনু

তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শুক্রবার (৬ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার (৩ আগস্ট) ২৩ রানের জয়ে ও সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয়ে ২-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ ও সিরিজে ফিরতে মরিয়া সফরকারীরা। তাই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয় ছাড়া কিছুই ভাবছে না অস্ট্রেলিয়া

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪ ওভারে ১৫ রান দুই উইকেটের বিনিময়ে।

দুই দলের কেউই একাদশে কোনো পরিবর্তন আনেনি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া খেলছে আগের ম্যাচের একাদশ নিয়েই।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড

এমআইআর/এডিবি