ন্যাভিগেশন মেনু

তৃতীয় টেস্টেও করোনা নেগেটিভ টাইগারদের


নিউজিল্যান্ডের বিপক্ষে মূল সিরিজ শুরু হওয়ার আগে টাইগারদের দিতে হবে চারটি করোনা টেস্ট। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় হওয়া করোনা টেস্টে করোনা নেগেটিভ হয়েছে সকল ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে। টাইগারা। সেখানে কোয়ারেন্টাই শেষে তৃতীয় দফায় করোনা নেগেটিভ হওয়ায় ক্রিকেটার ও স্টাফদের স্বাস্থ্যবিধির কঠোরতায় কিছুটা শিথিল হচ্ছে। আজ থেকে ৭ জন করে ভাগ হয়ে জিম করার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

তবে আরও একবার কোভিড-১৯ টেস্ট দিতে হবে পুরো দলকে। সব টেস্টে করোনা নেগেটিভ হলে আগামী ১০ মার্চ থেকে ইচ্ছে মতো চলাফেরা করতে পারবেন তামিম-মুশফিকরা।

আগামী ১৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে একটি প্রস্তুতি ম্যাচ। ২০ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মূল সিরিজ। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি হবে ২৬ মার্চ ওয়েলিংটনে।

এমআইআর/ওআ