ন্যাভিগেশন মেনু

তৃতীয় দিনের মতো ফেসবুক ব্যবহারে সমস্যা


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গত শুক্রবার (২৬ মার্চ) বিকালের পর থেকে কাজ করছে না। লগইন করতে সমস্যা, টেক্সট যাচ্ছে না, আবার ছবিও পাঠাতে পারছেন না অনেকে। কোথাও আবার ‘সাইট ক্যান নট বি রিচড’ লেখা আসছে। শনিবার দিনভর একই অবস্থা ছিল। আজ রবিবারও তৃতীয় দিনের মতো ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে।

সেবা বিঘ্নিত হওয়ায় শনিবার (২৭ মার্চ) বিবৃতি দেয় এই সামাজিক যোগাযোগমাধ্যম।

বিবৃতিতে মার্কিন জায়ান্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানায়, আমরা অবগত রয়েছি যে— বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আরও বেশি ভালোভাবে জানার চেষ্টা করছি এবং দ্রুতই পূর্ণাঙ্গ সেবা চালু হবে বলে আশা করছি।

ফেসবুক আরও বলেছে, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য যখন কার্যকর যোগাযোগ প্রয়োজন; তখন বাংলাদেশে ফেসবুকের সেবা সীমিত করে দেওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

ওআ/