ন্যাভিগেশন মেনু

তেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকা থেকে তেল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে আটটায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল ইমাম ভুঁইয়া (৩৩) এবং মোঃ মনির হোসেন (২২) । এসময় তাদের কাছ থেকে ৯টি ড্রামভর্তি ১২’শ ৬০ লিটার চোরাই ডিজেলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে চোরাই তেল কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছে। এই চোরাই সিন্ডিকেট রাস্তার পাশে পার্কিং করা গাড়ী থেকে কৌশলে তেল চুরি করে। তাছাড়া কিছু অসাধু ড্রাইভার ও হেলপার নাম মাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে এই সিন্ডিকেটের কাছে বিক্রি করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত চক্রটি এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ির ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেহেদী হাসান সৈকত/সিবি/ওআ