ন্যাভিগেশন মেনু

নতুন দুই ছবিতে মৌসুমী


দেশীয় চলচ্চিত্রের অন্যতম সফল নায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী। আগের মতো অভিনয়ে নিয়মিত না হলেও বর্তমানে ভালো গল্প ও চরিত্রের সিনেমাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। এবার নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই অভিনেত্রী।

ছবি দুটি হলো- আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’।

কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘দেশান্তর’ নামে সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এটির নাম ভূমিকায় মৌসুমী অভিনয় করবেন।

নির্মাতা বলেন, ‘ছবিটির গল্পে মৌসুমী আপা পুরোপুরি পারফেক্ট। তাই ছবিটির জন্য তাকেই চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবর মাসে ছবিটির শুটিং শুরু করবো।’

মৌসুমী বলেন, ‘অনুদানের ছবিতে এর আগেও কাজ করেছি। অভিনয় করেছি আশুতোষ সুজনের বেশকিছু নাটকেও। এই ধরনের গল্পে কাজ করার মধ্যে চ্যালেঞ্জ আছে, আনন্দও আছে। আশা করি ছবিটি ভালো হবে।’

এদিকে সেপ্টেম্বর থেকেই জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ নামে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে মৌসুমীর। তিনি জানান, সোনার চর শেষ করেই ‘দেশান্তর’র কাজ ধরবেন।

প্রায় তিন দশক ধরে ঢাকাই সিনেমায় নিজের অভিনয় দক্ষতার দ্যুতি ছড়িয়ে আসছেন মৌসুমী। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন দুই শতাধিক সিনেমায়। এরমধ্যে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা মৌসুমী সফল হয়েছেন ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন ও মান্নার সঙ্গে জুটি বেঁধে।

মৌসুমী অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে সাফল্য পেয়েছেন। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ মৌসুমী পরিচালিত প্রথম সিনেমা। তারপর তিনি ২০০৬ সালে ‘মেহের নিগার’ পরিচালনা করেন। এরপর নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’, ‘ভালোবাসবোই তো’ নামের দুটি সিনেমা। 

নায়িকা-নির্মাতার পাশাপাশি একজন মডেল হিসেবেও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন এই নায়িকা। জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন।

এদিকে ‘ভিশন-২০২১’ নামের একটি সাপ্তাহিক ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সম্প্রতি মৌসুমীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে পত্রিকাটির পক্ষ থেকে।

ওআ/