ন্যাভিগেশন মেনু

নাকে সরষের তেল ঢুকিয়ে করোনাকে খতম করুন: রামদেব


নাকে সরষের তেল ঢুকিয়ে করোনাকে খতম করার আহবান জানালেন  যোগগুরু রামদেব।

অবশ্য যোগগুরু রামদেবের এ দাওয়াই অনেকে লুফে নিয়েছেন।এটা অনেকেরই জানা যে, নাকে জল ঢোকা রোধে বা ঠাণ্ডা লাগা থেকে রেহাই পেতে মানুষ স্নানের আগে নাকে সরষের তেল দিয়ে থাকেন।

নাকে সরষের তেল দেওয়া ব্যাপারটা  হাইড্রক্সিক্লোরোকুইনের মতো খটমট কোনও ওষুধ নয়। সেই ‘রামবাণ’ হল সাধের রান্নাঘরে ঈষৎ লালচে, আপাত নিরীহ সরষের তেল। 

নাকের ছিদ্রে দু’ফোঁটা দিলেই কেল্লা ফতে। একেবারে ডুবে মরবে করোনা ভাইরাস। 

সদ্য এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে করোনা নিয়ে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করেন বাবা রামদেব। 

কীভাবে নোভেল করোনাভাইরাসকে বাগে আনা যায়, বা কীভাবে এই জীবাণুর সংক্রমণ থামানো যায়? উঠছিল এমন সব প্রশ্নই। উত্তরে রামদেব ‘উজ্জই’ প্রণায়ামের কথা বলেন। 

তাঁর দাবি, বয়স্করা, বিশেষ করে যাঁদের হাইপার টেনশন, মধুমেহ বা হার্টের সমস্যা রয়েছে, তাঁরা যদি ৩০ সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারেন, তবে বুঝে নিতে হবে তাঁদের শরীরে করোনা নেই। 

একইভাবে, কম বয়সীদের ক্ষেত্রে ১ মিনিট শ্বাস বন্ধ রেখে এই পরীক্ষা চালানো যেতে পারে। এপর্যন্ত সব ঠিকই ছিল। 

প্রাণায়ামের পদ্ধতি শিখিয়ে রামদেব বলেন, “যোগের পাশাপাশি নাকের ছিদ্রে দু’ফোঁটা সর্ষের তেল দিলে, শ্বাসনলিতে যদি করোনা ভাইরাস থাকে তবে তা পেটে চলে যাবে। আর সেখানে অ্যাসিডে জীবাণুগুলি মারা পড়বে।”      

বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছে নোভেল করোনা ভাইরাস। ভারতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মরিয়া হয়ে এই মারণ রোগের দাওয়াই বা প্রতিষেধক খুঁজছেন বিজ্ঞানীরা। 

এস এস /