ন্যাভিগেশন মেনু

নির্বাচনে তরুণ ভোটারদের আগ্রহ বাড়াতে ভোট র‌্যালি করেছে ইআরডিএফবি


চট্টগ্রামে ‘গো ভোট’ র‌্যালি করেছে এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)। আগামী ৭ই জানুয়ার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করতে মঙ্গলবার সকালে ইআরডিএফবি আয়োজনে এক র‌্যালির আয়োজন করা হয়।।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস মোকাবিলা করার পাশাপাশি দেশি-বিদেশি সব ধরণের ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জয়ী করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের তরুণ মেধাবী শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছিল। আমার বিশ্বাস, তারা একইভাবে আগামী সাধারণ নির্বাচনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করবে।

র‌্যালিতে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।