ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছেন মমতাই


ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দ্রুততার সঙ্গে বিজেপি যে আসন এতোটা পাকা করে ফেলবে তা তারাও অতোটা ভাবেনি। যদিও বিজেপি নেতা অমিত শাহ বলেছিলেন, তারা এ রাজ্যে এবার ২৪টি আসন পাবেন।

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি পশ্চিম বঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এমন টক্করে  সবাই তাজ্জব। কেননা মমতা জোরের সঙ্গে বলেছিলেন, বিজেপি এ রাজ্যে একটা আসনও পাবে না।

ভোট গণনার এ পর্যায়ে পশ্চিম বঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ২৩টি আসনে ও বিজেপির প্রার্থীরা ১৮টি আর কংগ্রেস একটি আসনে এগিয়ে।

পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হাল ধরবেন বটে কিন্তু তিনি বিজেপির প্রবল চ্যালেঞ্জের মুখে পড়লেন। তিনি ২০১২ সাল থেকে রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করে আসছেন।

ভালই বোঝা যাচ্ছে- গত কয়েক বছরে বিজেপি পশ্চিম বঙ্গে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহ পশ্চিম বঙ্গে বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা দিয়েছেন।

পশ্চিম বঙ্গে এক সময় বামদের শক্ত অবস্থান থাকলেও তা মুছে যেতে শুরু করেছে । রাজ্যটিতে বাম দলগুলো যে সমর্থকদের হারিয়েছে তারা তৃণমূলের চেয়েও বিজেপির দিকে বেশি ঝুঁকেছে বলে মত বিশ্লেষকদের।

তৃণমূল কংগ্রেসকে থামানোর চেষ্টায় ঐতিহ্যগত অনেক বাম ভোটারও স্থানীয় নেতা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন।

এবারের সাত পর্বের  লোকসভা নির্বাচনের প্রতিটি পর্বে পশ্চিম বঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ ঘটেছে।

এসএস