ন্যাভিগেশন মেনু

পাবনায় আউশ ধানের বাম্পার ফলন


পাবনায় চলতি মৌসুমে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘাপ্রতি ১৮ থেকে ২০ মণ করে ফলন হয়েছে। ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকের মুখেও হাসি ফুটেছে।

কৃষি বিভাগের দাবি, দাম ও ফলন ভালো হওয়ায় জেলায় আউশ ধানের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

পাবনা জেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, জেলায় এ বছর আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ছিলো ২৫ হাজার ১৩৮ হেক্টর। এর মধ্যে আবাদ হয়েছে ২৪ হাজার ৭৩০ হেক্টর জমিতে। ধান উৎপাদন হয়েছে ১ লাখ ৩ হাজার ৬২০ মেট্রিকটন।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বৈশাখ মাসের মাঝামাঝি থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত আউশ ধান রোপণ করা হয়। শ্রাবণের শেষ ও ভাদ্র মাসের মাঝামাঝি থেকে ধানকাটা ও মাড়াই শুরু করেন কৃষকরা। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে।

পাবনা সদর উপজেলা কৃষি অফিসার হাসান রশিদ হোসাইন জানান, অনেক কৃষক আগে স্থানীয় আউশ ধানের আবাদ করতো। আমরা কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করে উচ্চ ফলনশীল আউশ ধান আবাদের পরার্মশ দিই। আমাদের পরামর্শ অনুযায়ি কৃষকরা উচ্চফলনশীন বিআরআই-৪৮ জাতের ধান আবাদ করে বিষা প্রতি ১৮ থেকে ২০ মণ করে ফলন পেয়েছে। এ ছাড়াও আউশ মৌসুমে ৮’শ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ কারণে দিন দিন কৃষকরা আউশ ধান আবাদে আগ্রহী হচ্ছে। উচ্চফলনশীন জাতের ধান চাষ করে বাম্পার ফলন পাওয়া ও তুলনামূলক খরচ কম হওয়ায় এলাকার অন্যান্য কৃষক আগাম বীজ পাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। আশা করছি এই বছরের তুলনায় আগামী বছর আরও বেশি জমিতে এ ধানের আবাদ হবে।

সিবি/এডিবি