ন্যাভিগেশন মেনু

পাল্লেকেলে টেস্ট: ৬ উইকেটে ৪৬৯ রান সংগ্রহ শ্রীলঙ্কার


পাল্লেকেলে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ৬ উইকেটে ৪৬৯ রান।

প্রথম দিন পুরোটাই ছিল শ্রীলঙ্কার। দুই ওপেনার দ্বীমুথ করুণারত্নে আর লাহিরু থিরিমান্নের ২০৯ রানের জুটিতে শেষ হয়ে যায় ৬৩.১ ওভার। দ্বিতীয় দিনে এসে দুজনের জুটি ভাঙে দলীয় ৩১৩ রানের মাথায় ১০৪ রান জোগ করে। থিরিমান্নেকে ১৪০ রানে ফিরিয়ে দিনের প্রথম সেশনে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন তাসকিন আহমেদ।

থিরিমান্নের বিদায়ের ৫ ওভার পর আবারও তাসকিনের আঘাত। এঞ্জেলো ম্যাথিউসকে মাত্র ৫ রানে ফেরান সাজঘরে। তিন ওভার পর লঙ্কান শিবিরে তাইজুল ইসলামের আঘাত। গত ম্যাচের সেঞ্চুরিয়ান ধানাঞ্জায়া ডি সিলভাকে মাত্র ২ রানে ফেরান সাজঘরে।

এরপর বড় জুটি গড়ার আভাস দেয়া ফার্নান্দো ও পান্থুম নিশাঙ্কা জুটিকে দলীয় ৩৮২ রানের মাথায় ৩০ রান করে ফেরেন সাজঘরে। দিনের শেষ ভাগে ৮১ রান করা ফার্নান্দোকে লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ।

এমআইআর/এডিবি